'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। 'রেডিও তেহরান নিয়ে কিছু কথা, কিছু স্মৃতি' শীর্ষক ওই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে ২৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
অধিকাংশ প্রতিযোগীর লেখা মানসম্মত হওয়ায় ক্লাব সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ ও সাধারণ সম্পাদক আবু তাহের 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর প্রধান সমন্বয়ক, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে পরামর্শ করে তিন জনের পরিবর্তে নয় জনকে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজয়ীদের মধ্যে পাঁচজন 'এ' ক্যাটাগরিতে এবং ৪ জন 'বি' ক্যাটাগরিতে পুরস্কার পাবেন।
'এ' ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন:
নাম | ঠিকানা |
এস এম নাজিমুদ্দিন |
ইন্টারন্যশনাল ডি এক্স রেডিও লিসেনার্স ক্লাব গ্রাম ও পোস্ট-বারুইপাড়া, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত। |
মোস্তাফিজুর রহমান সাফি |
৪৩/২ মহল্লাঃ মীরের চক, থানাঃ বোয়ালিয়া ঘোড়ামারা-৬১০০, জেলাঃ রাজশাহী |
বিধান চন্দ্র সান্যাল |
ঢাকা কলোনী, পোঃ বালুরঘাট জেলা- দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত। |
মোঃ সোহেল রানা হৃদয় |
প্রেসিডেন্ট, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ঢাকা সুপার-সি, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। বাংলাদেশ। |
নজরুল ইসলাম |
সভাপতি, বন্ধন অ্যান্ড লাকী শ্রোতা সংঘ মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ, বাংলাদেশ |
'বি' ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন:
নাম | ঠিকানা |
মোঃ মোখলেছুর রহমান |
প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, পোঃ বহলবাড়িয়া - ৭০৩০, জেলা : কুষ্টিয়া। |
হারুন অর রশীদ |
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০ |
নিজামুদ্দিন সেখ |
সভাপতি. ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব গ্রাম: নওপাড়া, জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ, ভারত। |
দেবাশীষ গোপ |
কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গ, ভারত। |
- প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিজয়ীসহ মানসম্মত প্রবন্ধগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটআইআরের শিগগিরই প্রকাশ শুরু হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২