ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
'আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড় নয়'
বিএনপি পথ হারিয়ে এখন পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে, নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়সহ সরকারি ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাদের বলেন, বিএনপির আন্দোলনের সাথে জনগনের সম্পৃক্ততা নেই। আছে শুধু তাদের নেতাকর্মীরা। বিএনপি মানুষকে আন্দোলনে নামাতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না। তবে আক্রান্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না। যে হাত অস্ত্র নিয়ে আঘাত করতে আসবে, সেই হাত ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল পাকিস্তানের জয়গান গায়। বিএনপি ঘুমের মধ্যেও পাকিস্তানের স্বপ্ন দেখে। অথচ পাকিস্তানের মাত্র এক সপ্তাহের রিজার্ভ আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কর্মী হতে হবে। স্মার্ট মানে হলো ঐক্যবদ্ধ থাকা। স্মার্ট মানে শৃঙ্খলা মেনে চলা।
তিনি বলেন, আমি নমিনেশন বাণিজ্য করি না। চাকরি বাণিজ্য করি না। ১৬ বছর মন্ত্রী আছি। ১৬ টাকাও কারো কাছ থেকে নিইনি। আপনাদের ভালোবাসায় আমি মন্ত্রী হয়েছি। সবসময় এমন ভালোবাসা পেতে চাই।#
পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/১৪
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।