দামেস্কের আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান
(last modified Sat, 16 Nov 2024 04:59:13 GMT )
নভেম্বর ১৬, ২০২৪ ১০:৫৯ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি হামানে
    ইসমাইল বাকায়ি হামানে

সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানে এক বিবৃতিতে ওই নিন্দা জানান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি জিহাদ আন্দোলন, হামলায় শহীদদের পরবারবর্গ এবং সিরিয়ার জনগণ ও সরকারকে সমবেদনা জানান।  ইহুদিবাদীদের বিমান হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বাকায়ি।

সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিম শহরতলীর একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার ইসরাইলি ভয়াবহ বিমান হামলায় ১৫ জন নিহত ও ১৬ ব্যক্তি আহত হন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোতে ইহুদিবাদী সরকারের আগ্রাসন ক্রমাগত বেড়ে চলেছে। বৃহস্পতিবারের বিমান হামলায় সিরিয়ার স্বার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে জানিয়ে বাকায়ি বলেন, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, এ হামলা ছিল সিরিয়ার ভূখণ্ডে সরাসরি আগ্রাসন। এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করতে তিনি অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক তলব করার আহ্বান জানান। #

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।