নিত্যপণ্যের অস্থির বাজার দর
ডিম চালের দাম কমলেও খরচ বেড়েছে মাছের আর সবজির বাজারে; মনিটরিংয়ের দাবি
বেশিরভাগ দেশে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম কমানো হলেও, উল্টো চিত্র বাংলাদেশের বাজারে। হু হু করে দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা। দফায় দফায় বাড়ছে বেশিরভাগ পণ্যের দাম। মৌসুম শেষের অযুহাতে বেশির ভাগ সবজির দাম এখন বেশ চড়া।
মৌসুম শেষ আর সরবরাহ কমের অজুহাতে বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। বাড়তি দামে সবজি কিনে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও, বিক্রেতারা বলছেন শীত শেষ তাই দাম বেশি।
অপরদিকে মাছের দাম শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বাজারে মাছের দাম অনেকটাই বেশি হওয়ায় বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।তারা বলছেন বিত্তবান অনেকেই গরু খাশির মাংশ থেকে মুখ ফিরিয়ে নিলেও নিন্ম আয়ের মানুষগুলোতে মাছেই নির্ভর ছিলেন। কিন্তু এখন মাছের দাম বৃদ্ধিতে বেশ অস্বস্তিতে আছেন তারা। বলছেন আসন্ন রমজানে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই নিয়েই বেশ দু:শ্চিন্তায় আছেন তারা।
তবে সপ্তাহের ব্যবধানে মোটা চাল ও ডিমের দামে কিছুটা কমেছে। আর গেল কয়েক সপ্তাহ ধরে মুরগির খাদ্যের দাম বৃদ্ধির ফলে ডিমের দাম নাগালের বাইরে ছিল। তবে সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মোটা চালে। কিন্তু এখনো নাগালের বাইরে চিকন চালের দাম। তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, ডালসহ প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম।
মোটা চাল, মৌসুমের কমদামি সবজি, পাঙাশ-তেলাপিয়া মাছ কিংবা ব্রয়লার মুরগি- এসব নিম্নআয়ের মানুষের জন্য ছুটির দিনে ভালো খাবার। কিন্তু বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে এগুলোর কোনো পদ-ই কিনতে গিয়ে স্বস্তি পাবেন না কেউ। বাধ্য হয়ে নিতে হবে আরও কমদামের বিকল্প কোনো নিত্যপণ্য। নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতায় বাজার মনিটরিং আরো জোরদার করার দাবি ভোক্তাদের। #
পার্সটুডে/বাদশাহ রহমান/ বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।