সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের মূল স্তম্ভগুলো ধ্বংস করছে; অভিযোগ ফখরুলের
(last modified Thu, 16 Mar 2023 11:27:40 GMT )
মার্চ ১৬, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ক্ষমতাসীন বর্তমান সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের মূল স্তম্ভগুলো ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোট আয়োজিত '২৭ দফা রূপরেখার গুরুত্ব' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তি, তা ভেঙে ফেলেছে সরকার। স্বাধীনতার ৫২ বছরেও গণতন্ত্রের দাবিতে আন্দোলন করতে হয়, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

হাছান মাহমুদ

এদিকে, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ব্যালট পেপার লুট করতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ ঘটনাকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যয় উল্লেখ করে এর বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। ২০১৪ ও ২০১৮ সালেও থেমে থাকেনি। বিএনপি নির্বাচনের ট্রেনে উঠবে কিনা সেটি তাদের বিষয়।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ