বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের সঠিক চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্র : ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i120988
২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২২, ২০২৩ ১৯:১২ Asia/Dhaka
  • হাসান মাহমুদ ও  মির্জা ফখরুল
    হাসান মাহমুদ ও মির্জা ফখরুল

২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।

আজ বুধবার সকালে,নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে,বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন  তথ্যমন্ত্রী।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কতিপয় মিডিয়া ও এনজিও থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদন তাদের নিজস্ব কোন অনুসন্ধানের ওপর ভিত্তি করে লেখা হয়নি। প্রতিবেদনের পর্যবেক্ষণগুলো যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য নয়, তাই এটাকে বাংলাদেশ প্রত্যাখ্যান করছে বলে জানান তথ্যমন্ত্রী।

এদিকে,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাকশাল প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ। আজ বুধবার সকালে, রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে, বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন । মির্জা ফখরুল বলেন,মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছে। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে উল্লেখ করে, গণঅভ্যুত্থানর মাধ্যমে সরকারের পতন ঘটাতে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, বিএনপি মহাসচিব।  #

পার্সটুডে/বাদশাহ রহমান/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।