ইয়েমেনের হুঁশিয়ারি
কোনোরকম ভুল করলে বিস্ময়কর জবাব পাবে সৌদি আগ্রাসীরা
-
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি আবার নতুন করে হামলা চালায়, তারা যদি কোনোরকম ভুল করে তাহলে ইয়েমেনি সামরিক বাহিনী বিস্ময়কর জবাব দেবে। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (শনিবার) রাজধানী সানার কাছে একটি সামরিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তার সুযোগ গ্রহণ করা উচিত। আগ্রাসীরা যদি আবারও ভুল করে তাহলে তারা তার জবাব পাবে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর বড় রকমের হামলা চালানো হবে যার প্রভাব পড়বে পুরো অঞ্চলের ওপর।
ইয়েমেনের যে সমস্ত নাগরিক আগ্রাসি সৌদি আরবের পক্ষ হয়ে ইয়েমেনি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দেন এ মুখপাত্র। তিনি বলেন, তাদের ঘরে ফিরে যাওয়ার দরজা এখনো খোলা, তারা তাদের পরিবারে ফিরে যাক। ঘরে ফেরার দরজা বন্ধ হলে তখন তাদের বিকল্প সামনে থাকবে না।
জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, সৌদি আরব এবং আমিরাতি সেনারা ইয়েমেনে থাকতে পারবে না, তাদের দখলদারিত্বের দিন শেষ হয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২