জেলের জালে পড়ছে না ইলিশ, হাহাকার জেলে পাড়ায়; বৃষ্টি বাড়লে মিলবে কাঙ্খিত ইলিশ
(last modified Mon, 08 May 2023 11:22:36 GMT )
মে ০৮, ২০২৩ ১৭:২২ Asia/Dhaka

মাছের মধ্যে ইলিশ রাজা,রুই-কাতলা তাহার প্রজা। ইলিশই বোধহয় একমাত্র সেই অভিজাত মাছ যাকে কবি বুদ্ধদেব বসু বলেছেন জলের উজ্জ্বল শস্য। তিনি গোটা একটি কবিতা লিখে গেছেন 'ইলিশ' শিরোনামে। এপার বাংলা-ওপার বাংলা, বাঙালি মাত্রেরই প্রিয় এই ইলিশ। এই ইলিশ নিয়ে ছোটবেলায় যে মা-খালাদের মুখে ছিল কত প্রচলিত গ্রাম্য ছড়া। যেমন, পুঁই শাকে যদি দাও ইলিশের মাথা,ননদিনি কয় তার গুপ্ত যত কথা। এমন নানা প্রবাদ সৃষ্টির উৎস ইলিশে এবার হঠাৎ যেন আকাল পড়েছে বাংলাদেশের নদী আর সাগরে।

জাটকা ধরার নিষেধাজ্ঞার সময় পার হওয়ার পর যখন জেলেরা সাগরে গেছেন ইলিশ মাছ শিকার করতে, তখন জেলেরা ফিরছেন শূন্য হাতে । এতে করে মৎস্য আড়তে পড়ছে তার প্রভাব । কাঙ্ক্ষিত ইলিশ মাছ পাচ্ছে না মৎস্য ব্যবসায়ীরা। এ ছাড়া কিছু জেলে অল্পকিছু মাছ নিয়ে আড়তে আসলেও মাছের দাম চড়া। আর বাজারে তো এক প্রকার ইলিশ মাছের দাম যেন আকাশ ছোঁয়া। ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম জাটকা ইলিশের কেজি ৭৫০ টাকা দর। আর ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ৯০০ টাকা থেকে ১০০০ টাকা কেজি। ১ কেজি ওজনের ইলিশ মাছ ১৮০০ টাকা থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছের দাম চড়া থাকলেও পর্যাপ্ত সরবরাহ নেই ইলিশ মাছের। 

কারণ সারাদিন নদী সাগরে জাল ফেলে অনেকটা খালি হাতেই ফিরছেন জেলেরা। এতে দৈনন্দিন খরচও মেটাতে পারছেন না তারা। কাঙ্খিত ইলিশ না পাওয়ায় অতি কষ্টে আছেন চাঁদপুর, শরিয়তপুর, ভোলা কিংবা বরগুনা পটুয়াখালীর সাগর নদীর তীরবর্তী জেলে পরিবারগুলো। 

তাই ডাঙায় নৌকা বেঁধে রাখছেন জেলেরা, সংষ্কার করা হচ্ছে জাল। অনেকে আবার নদীতে নামলেও ফিরছেন হতাশ হয়ে। জেলেদের দাবি, যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, তাতে নৌকার জ্বালানি খরচও উঠবে না।  নিষেধাজ্ঞার সময় ধারদেনা করা টাকা,নিষেধাজ্ঞা শেষে মাছ ধরে শোধ করবে, এমন আশা থাকলেও, এখন নিজের সংসার চালানো নিয়েই হতাশ জেলে পরিবারগুলো। তবে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেছেন, এবার বৃষ্টি কম হওয়ায়,ইলিশ কম পাওয়া যাচ্ছে। বৃষ্টি কম হওয়ায় পানির গভীরতা বাড়েনি। তাপমাত্রাও বেশি। এসব সমস্যা কেটে গেলে নদীতে মাছ পাওয়া যাবে। তখন জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আসন্ন বর্ষা মৌসুমে আবারো মিলবে ইলিশ,ফিরবে সুদিন। এমন প্রত্যাশায় প্রহর গুনছেন জেলেরা।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ