গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমন করতেই নেতা-কর্মীদের জেলে পাঠাচ্ছে সরকার: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i123788-গণতন্ত্র_পুনরুদ্ধারের_আন্দোলন_দমন_করতেই_নেতা_কর্মীদের_জেলে_পাঠাচ্ছে_সরকার_ফখরুল
দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে আদালত ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড, আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ৩০, ২০২৩ ১৫:০২ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম
    মির্জা ফখরুল ইসলাম

দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে আদালত ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড, আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ পৃথক পৃথক মামলায় তাদের এ সাজা বহাল রাখার রায় ঘোষণা করেন। 

এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমন করতেই বিএনপি নেতা কর্মীদের ফরমায়েশি রায়ের মাধ্যমে জেলে পাঠানোর চেষ্টা করছে ক্ষমতাসীন সরকার। 

মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকীতে তার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার সম্ভাবনা নেই। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে আইনের শাসন, গণতন্ত্রের শাসন, গণতন্ত্র ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে হবে। তাই যেকোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ  এখন সম্পূর্ণভাবে একটা একদলীয় শাসনব্যবস্থার যাতাকলের মধ্যে পড়েছে। যখন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই যেকোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।  

ওবায়দুল কাদের

অন্যদিকে, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি, তাই তারা সরকারের বিরোধীতা করতে গিয়ে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহকেও বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। 

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। বাংলাদেশের যেকোনও অগ্রগতি ও সফলতায় বিএনপির গাত্রদাহের বহিঃপ্রকাশ মির্জা ফখরুলদের নেতিবাচক বক্তব্যের মধ্য দিয়ে বারবার উন্মোচিত হয়েছে।  যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়া সম্পর্কে মির্জা ফখরুলের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে তারই পুনরাবৃত্তি ঘটেছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।