আওয়ামী লীগের লুটপাটের কারণে সারা জাতি ঋণগ্রস্ত: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i123870
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ মহাসংকটে রয়েছে। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর উদ্যোগে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০১, ২০২৩ ১৬:১৮ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ মহাসংকটে রয়েছে। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর উদ্যোগে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার নানা কৌশলে বিএনপি নেতা-কর্মীদের ওপর নিপীড়ন নিরযাতন করছে। তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, সারা জাতিকে ঋণের মধ্যে ফেলেছে। তাই এই অবৈধ সরকারকে হঠাতে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

ওবায়দুল কাদের

এদিকে, দুর্নীতির মামলায় বিএনপির দুই নেতাকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রেখে দেশের উচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে সম্পর্কে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ফরমায়েশি রায়’ বলে মির্জা ফখরুল দেশের আইন ও পবিত্র আদালতকে অবমাননার করেছে বলেও মনে করেন তিনি।

আজ দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির এই দুই নেতার আজকের পরিণতি তাদের ধারাবাহিক অপরাজনীতিরই ফসল।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের পবিত্র সংবিধান অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থাকে স্বাধীন করেছে।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।