প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা রিজভী
https://parstoday.ir/bn/news/event-i149108-প্রকাশিত_সংবাদের_প্রতিবাদ_জানালেন_বিএনপি_নেতা_রিজভী
'আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে আজ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৫ ১৭:৪২ Asia/Dhaka
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা রিজভী

'আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে আজ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন-“যারা দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন, তারা যোগ দিতে পারেন।

আমরা চাচ্ছি, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী রাজনীতি লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিও কর্মকর্তা হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এক্ষেত্রে বিএনপি’র আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি’র প্রাথমিক সদস্য হতে পারবেন।

অথচ আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি।#

পার্সটুডে/জিএআর/৮