জনগন নয় বিদেশীদের দেখাতে বিএনপির কর্মসূচি: তথ্যমন্ত্রী
গণতন্ত্রহীনতা বৃদ্ধি পাওয়ায় আসছেন বিদেশীরা: মির্জা ফখরুল
গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে, গতন্ত্রহীন রাষ্ট্র চলতে পারে না বলেই আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কালাকানুন তৈরি করে গণতন্ত্র ধ্বংস করেছে।
আওয়ামীলীগ সরকার দেশের রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামীলীগ মূলত গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের পছন্দ একনায়কতন্ত্র। তার মনে করে দেশের মালিক শুধু তারাই। এমন পরিস্থিতিতে দেশে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতেই বিদেশীরা বাংলাদেশে আসছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই স্থানে বিএনপির যুগপৎ আন্দোলনের সহযোগি গণঅধিকার পরিষদের (নুরু) সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,১২ জুলাইয়ের পরে আন্দোলনের গতি হবে উচ্চতর। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের সফলতার দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় গণঅধিকার পরিষদের একাংশের নবনির্বাচিত সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনকে এগিয়ে নিতে তারা কর্মসূচি ঘোষণা করবেন। আর আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন আওয়ামী
লীগকে পাল্টা কর্মসূচি দেওয়া থেকে সরে আসার আহ্বানও জানান নুর।
এদিকে, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। বিদেশিরা তাদের শক্তি-সামর্থ্য নিয়ে সন্দিহান, তাই তাদের একটু শক্তি দেখানোর চেষ্টা করছে বিএনপি। এধরনের প্রচেষ্টাকে একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বের বহিঃ প্রকাশ বলেও মন্তব্য করেন তথ্য মন্ত্রী। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।