সরকারের পদত্যাগসহ সংসদ বিলুপ্তির এক দফা দাবী বিএনপির
(last modified Wed, 12 Jul 2023 12:49:49 GMT )
জুলাই ১২, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • সরকারের পদত্যাগসহ সংসদ বিলুপ্তির এক দফা দাবী বিএনপির

ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির ১ দফার দাবীতে আন্দোলন ঘোষণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ এক দফার ঘোষণা দেন দলটির মহাসচিব।

এসময়ে সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির এক দফা দাবিতে আগামী ১৮ জুলাই ঢাকাসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বলা হয়েছে, ১৮ জুলাই ঢাকা মহানগরের গাবতলী থেকে যাত্রাবাড়ি এবং ১৯ জুলাই আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে দলটি।      

এর আগে সমমনা দলগুলো পৃথক অনুষ্ঠানে তাদের কর্মসূচি ঘোষণা ও একাত্মতা প্রকাশ করেছে। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে যুগপৎ ধারার অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে সংবাদ সম্মেলন করেছে ১২ দলীয় জোট। নির্দলীয় সরকার গঠন করে দ্বাদশ নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার গঠনের কাজ শুরু হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

বিএনপি ঘোষিত এক দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সরকার পতনে বিএনপি ঘোষিত একদফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাশাপাশি রাষ্ট্র মেরামতের অঙ্গীকারসহ ঘোষিত দুইদফার ভিত্তিতে সবগুলো বিরোধী দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার ১৪ জুলাই রাজধানীতে দলটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ