জুলাই ৩১, ২০২৩ ১৮:২৮ Asia/Dhaka

বিএনপির কেন্দ্রীয় নেতাদের রাজপথে সাপের মত পিটিয়ে আহত করার ঘটনাকে ক্ষমতাসীনদের রাজনৈতিক দৈন্যতার পরিচয় বলে মন্তব্য করে্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নাই। তাই উদভ্রান্তের মত হামলা মামলায় ব্যস্ত হয়ে পড়েছে সরকার ও তাদের দোসররা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশকে কারো কাছে ইজারা দেয়া হয়নি। যে যার ইচ্ছে মত দেশ পরিচালনা করবে। দেশের মানুষের অধিকার হরণ আর করতে দেয়া হবে না হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ক্ষমতাসীন সরকারের হামলা মামলা উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্তের জনসমাবেশ প্রমাণ করছে সাধারণ মানুষ আর এ সরকারকে চায় না। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে, আজ  সোমবার  ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টা থেকে সমাবেশ শুরু হয়। এর আগে দুপুর থেকেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেন, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তায়। এদিকে,বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান। 

এদিকে, ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে, পুলিশ ও আওয়ামী লীগের হামলা,নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় বিক্ষোভ সভা করেছে বিএনপি। তৃনমূল নেতাকর্মীরা পুলিশে হামলা ও আওয়ামীলীগ নেতাকর্মীদের দ্বারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বলেছে, বিএনপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে বলে তাদের বারবারই ছেড়ে দেয়া হয়েছে। তবে আগামীতে আবার কোন প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিরোধ করবেন বলে জানিয়েছেন তৃনমূল বিএনপি নেতাকর্মীরা। বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা, কুমিল্লা, বগুড়াসহ সব শহরের সমাবেশে ছিল বিএনপি নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। বৃষ্টি রোদ উপেক্ষা করে তাদের উপস্থিতিকে আগামীর আন্দোলনের জন্য উদ্দীপনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতারা।

সকালে বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে, মহানগর ও উত্তর জেলা বিএনপি। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অন্যদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবি সহ ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে, নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। এদিকে, সারাদেশের মতো মুন্সিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া  নেত্রকোণা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। #

 

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ