বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নিতে গাড়িতে আগুন দিছে আ. লীগ: ফখরুল
বিএনপি অগ্নিসন্ত্রাসে নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল দাবি করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গাড়িতে অগ্নিসংযোগ করে, মানুষ পিটিয়ে মারছে। তবে এসব অপকর্ম করে বিএনপির ওপর এর দায় চাপানোর সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সরকারের খেলা ধরে ফেলেছে।
বিএনপি মহাসচিব বলেন, অগ্নিসন্ত্রাস নয়, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে বিএনপি। আন্দোলনের মধ্য দিয়েই এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে একদফার দাবি আদায় করা হবে।
ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল। আর এ কারণেই দলটির প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আওয়ামী লীগ থেকে বের হয়ে যেতে হয়েছিল। লগিবৈঠা দিয়ে আওয়ামী লীগ মানুষ মারে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাস করেই ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ। এই দলটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছে। ওই সময় অসংখ্য মানুষকে হত্যা করেছে।
ক্ষমতাসীনদের হামলা মামলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনআন্দোলনের জনসমুদ্রের ঢেউয়ের মাধ্যমেই এই সরকারকে বিদায় করা হবে।
গেল ২৯ জুলাই ধোলাইখালের অবস্থান কর্মসূচি চলাকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, অপর্ণা রায় চৌধুরী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।