বিএনপি না এলেও নির্বাচন হবে অংশগ্রহণমূলক: ওবায়দুল কাদের
(last modified Mon, 14 Aug 2023 11:13:28 GMT )
আগস্ট ১৪, ২০২৩ ১৭:১৩ Asia/Dhaka

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না আর প্রধানমন্ত্রীরও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) সকালে ঢাকার বনানী সেতু ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলের সঙ্গে মার্কিন কংগ্রেসম্যানদের যে বৈঠকে হয়েছে, সেখানে কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি।

আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। তাই বিএনপি নেতাদের দেশ শাসনের দিবাস্বপ্নের ঘোর কাটানোর পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। 

এসময়ে তিনি বলেন, বিরোধীদল বলতে তো শুধু বিএনপি নয়, অনেক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। ফলে আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের উত্তাল তরঙ্গের মতো আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটবেই। 

সোমবার গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশের সংবাদ মাধ্যম-দুঃশাসনের দেড় দশক শিরোনামে এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র অর্জন ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। মিডিয়াগুলো এখন কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা না দেয়ার সমালোচনাও করেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার পতনে সবাইকে একসাথে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৪

ট্যাগ