ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় চাকরিচ্যুত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
(last modified Tue, 05 Sep 2023 12:14:47 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় চাকরিচ্যুত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া ড. ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দিতে অস্বীকার করেন। তিনি বলেন, ড. ইউনূসের পক্ষে ১০০ জন নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিদেশি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিদাতাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন যে- ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া বলেন, নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।

কেন স্বাক্ষর করবেন না জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের  বলেন,  এটা তার নিজস্ব চিন্তা। সেক্ষেত্রে ইসরাইলের আদালতের একটি উদাহরন তুলে ধরেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন,  তিনি মনে করেন, অধ্যাপক ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।

এ প্রসঙ্গে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এমরান আহমেদ ভূঁইয়া অ্যাটর্নি জেনারেল অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত ডেপুটি। অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখা হচ্ছে।

উল্লেখ, গত ২৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই ১৬০ জন বিশ্বনেতার চিঠি নিয়ে আবারও আলোচনায় ড. ইউনূস ও আসন্ন নির্বাচন।

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

 

ট্যাগ