ইউনুসকে ইস্যু বানাতে চায় বিএনপি- কাদের : আন্দোলন ভিন্নখাতে নিতে ইউনূসকে জড়াচ্ছে সরকার- ফখরুল
(last modified Wed, 06 Sep 2023 12:51:06 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • ইউনুসকে ইস্যু বানাতে চায় বিএনপি- কাদের : আন্দোলন ভিন্নখাতে নিতে ইউনূসকে জড়াচ্ছে সরকার- ফখরুল

বিএনপি এবার ড. ইউনূসকে ইস্যু করে অশুভ খেলা খেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গতবার ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে তারা তাণ্ডব চালিয়েছিল। এবার তারা ড. ইউনূসকে ইস্যু করে অশুভ খেলা খেলতে চায়। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। 

এদিকে জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,  আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ড. ইউনূসের আশ্রয় নিয়েছে। তথ্যমন্ত্রী আরো বলেন,  নোবেল পুরস্কার পেলেই কেউ আইনের ঊর্ধ্বে উঠে যায় না। 

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড.ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার। তিনি বলেন, আন্দোলন ভিন্ন দিকে নিতেই সরকার পরিকল্পিতভাবে ইউনূস ইস্যুকে সামনে এনেছে। আজ  বুধবার রাজধানীর দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে, মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অনির্বাচিত সরকার জনগণের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যর্থতার এ দায় নিয়ে ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ চেয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, মশার ওষুধ আমদানিতেও তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ