সিন্ডিকেটের দাপুটে উত্থানে অসহায় ক্রেতা ভোক্তা, পুঞ্জিভূত ক্ষোভ নিরসন না হলে বিশৃঙ্খলা সৃষ্টির শংকা
(last modified Fri, 08 Sep 2023 12:20:28 GMT )
সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka

বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যে সিন্ডিকেটের দাপুটে উত্থান ঘটে গেল ক’বছরে। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অসহায় পড়েছে দায়িত্বরত বিভিন্ন সংস্থা। অথচ পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে বাংলাদেশে অন্তত ৩টি আইন এবং সরকারি সংস্থা রয়েছে। কিন্তু এসব আইনের শিথিল প্রয়োগ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে পণ্যের দাম নিয়ে নিয়মিতই কারসাজি চলছে বলে মনে করছেন পণ্য ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ তৈরি করা হয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে এবং এ সংক্রান্ত অপরাধীদের শাস্তি দিতে। খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) এই আইনগুলো কার্যকর করার জন্য দায়িত্বপ্রাপ্ত। কিন্তু সবটাই যেন প্রায় নি:স্ফল। 

এমন পরিস্থিতে বাজারে গিয়ে অসহায় পরিস্থিতিই যেন এখন নিত্য সঙ্গি ক্রেতা ভোক্তাদের। একেক সপ্তাহে একেক পন্য নিয়ে সংকটে ভুক্ততে হয় তাদের। আজ শুক্রবারের বাজারে পেঁয়াজের পর আলুর দামের অস্থিরতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সামান্য কিছু দাম বাড়লেও, খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। অন্যদিকে,পাইকারি বাজারে সবজির দাম কমলেও খুচরা বাজারে চড়া দাম। আর মাছের বাজারে দাম বেড়েছে অন্য যে কোন সময়ের চেয়ে বেশি। 

রাজধানীর মালিবাগে খুচরা বাজার ঘুরে দেখা যায়,সপ্তাহের ব্যবধানে আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহেও ছিল ৪০ টাকার নিচে। তবে উল্টো চিত্র রাজধানীর কারওরান বাজারে,সেখানে খুচরা বাজারের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা কমিয়ে, পাইকারি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে। সরবরাহ থাকলেও,দাম সাধারনের নাগালের বাইরে। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা।  

পেঁয়াজের দাম নিয়েও চলছে এমন কারসাজি। 

কিন্তু মাছের বাজারের দামের উর্দ্ধগতিতে ক্ষুদ্ধ ভোক্তারা। তাদের দাবী সিন্ডিকেটের জুজুর ভয় ভাঙ্গতে না পারলে কোন একসময় বাজারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর কনজুম্যারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন মনে করেন,ভোটের রাজনীতির কারনে প্রশ্রয় পাচ্ছে বাজার সিন্ডিকেট। নিয়ন্ত্রণে কঠিন ব্যবস্থা না নেয়া হলে দিনে দিনে অসহ্যকর পরিস্থিতিতে ক্রেতা ভোক্তাদের পুঞ্জিভূত ক্ষোভ বড় ধরনের কোন বিস্ফোরণের জন্ম দিতে পারে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ