বিদেশি পর্যবেক্ষক না এলেও বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে : তথ্যমন্ত্রী
বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইইউর প্রতিনিধি দল পাঠানো প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন,ইতোমধ্যে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। তাই আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করলো,কি করলো না তাতে কিছুই আসে যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না। বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
ভারতে যখন নির্বাচন হয় তখন বিদেশি পর্যবেক্ষকরা সেখানে যান কি না এমন প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন,ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় সেখানে কি আমাদের বা অন্যকোনও দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না।’
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন এলেই কে পর্যবেক্ষণ করলো, কে করলো না এগুলো নিয়ে নানা মাতামাতি হয়। যদি বিদেশি পর্যবেক্ষকরা আসেন, তাহলে তাদের স্বাগত জানাই, না এলেও কোনও অসুবিধা নেই। কেউ পর্যবেক্ষণ করল কী করলো না এতে কিছুই আসে যায় না।
মন্ত্রী বলেন,ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবে বলেছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করেছে। ইইউর পর্যবেক্ষক যে আকারেই আসুক বা না আসুক আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে। সুতরাং আমাদের নির্বাচন আমরাই করবো, আমাদের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।#
পার্সটুডে/বাদশা রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।