বাণিজ্যেরও কোন ক্ষতি হবে না, বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মার্কিন ভিসা নীতি প্রয়োগ শুরু; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই- মন্ত্রিপরিষদ সদস্যদের মন্তব্য
বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকেই এটি কার্যকর হবে। এমন তথ্য জানিয়ে ব্রিফিং করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
এরপর থেকেই দেশে বিদেশে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক মহলেও সরব আলোচনা সবখানে। তবে এ ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ অধিবেশন উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিসানীতি নিয়ে ভয় নেই, প্রয়োজনে পাল্টা স্যাংশন দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই,এতে বিরোধীদলের কথাও বলা আছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগেরও চাওয়া। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে এই দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে।
এদিকে,মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সুতারং এ নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করবে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই,এ নিয়ে আমাদের হারানোরও কিছু নেই। এদিকে, প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মার্কিন ভিসা নীতির প্রয়োগ রফতানি বাজারে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, সাড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে আমরা মার্কিন বাজারে রফতানি করছি। সেখানে আমাদের জন্য কোনো বিশেষ ছাড় দেয়া হয় না। তাই ভিসা নীতির সঙ্গে রফতানি বাজারের কোনো সম্পর্ক নেই।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আসন্ন নির্বাচনের যারা অন্তরায় হবে, নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসা নীতি প্রয়োগ করা হবে। এর আগে সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ৫২ বছর বয়স বাংলাদেশের। এই ৫২ বছরে অর্জন হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা আর ভিসানীতি। তিনি বলেন,যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা দিয়েছে,এখন ভিসানীতি কার্যকরের ঘোষণা দিয়েছে। যা জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দু:খের।#
পার্সটুডে/বাদশা রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।