মার্কিন ভিসা নীতি: সরকারের দুই মন্ত্রী, নির্বাচন কমিশন ও ডিএমপির প্রতিক্রিয়া
(last modified Sun, 24 Sep 2023 10:24:46 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৬:২৪ Asia/Dhaka
  • মার্কিন ভিসা নীতি:  সরকারের দুই মন্ত্রী, নির্বাচন কমিশন ও ডিএমপির প্রতিক্রিয়া

মার্কিন ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে দেশটি কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ভিসানীতি নিয়ে আমাদের চিঠির মাধ্যমে কিছু জানানো হয়নি।

আজ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভিসানীতি নিয়ে পুলকিত হওয়ার কিছু নেই, যারা নির্বাচনে বাঁধা দেবে ভিসানীতি তাদের বিরুদ্ধেই কার্যকর হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রীতিলতা ওয়াদ্দেদার-এর প্রয়াণ দিবস স্মরণে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভিসানীতি ঘোষণা নিয়ে বিএনপির উচ্ছসিত হওয়ার কিছু নেই। আমেরিকা আমাদের বন্ধু এবং তাদের সাথে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বিএনপি আগামী নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে জানিয়ে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, বাংলাদেশে মার্কিন ভিসানীতি বাস্তবায়ন শুরু হলেও তা পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

একই বিষয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোন সমস্যা নাই। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সংবিধান অনুযায়ী কমিশন কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৩

 

ট্যাগ