ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধে বাংলাদেশের সংসদে প্রস্তাব পাস
(last modified Tue, 31 Oct 2023 03:53:50 GMT )
অক্টোবর ৩১, ২০২৩ ০৯:৫৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধে বাংলাদেশের সংসদে প্রস্তাব পাস

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে।

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার নিন্দা এবং হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়ে গতকাল সোমবার জাতীয় সংসদে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গ্রহণ করে জাতীয় সংসদ।

ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিন বড় দেশ ছিল, ধীরে ধীরে তা দখল করতে করতে এখন ক্ষুদ্র একটি অংশে পরিণত হয়েছে।  তারপরও একটি প্রস্তাব ছিল টু স্টেট ফর্মুলা। এটাও ইসরাইল মানছে না। আমাদের কথা হচ্ছে, ফিলিস্তিনের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। তাদের রাষ্ট্র যেন তারা ফেরত পায়। সেটা আমরা চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মানবাধিকারের কথা শুনি। অনেক কিছু শুনি। আমাদের ফিলিস্তিনের জনগণ অমানবিক জীবন যাপন করছে। সেখানে হাসপাতালকে নিরাপদ মনে করে মা তাদের সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিল, সেখানেই ইসরাইলি বাহিনী বোমা হামলা করে। নারী-শিশুকে হত্যা করে। একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে। এর নিন্দার ভাষা নেই। হাসপাতালের মতো জায়গায় তারা কী করে হামলা করতে পারল? মানুষ হত্যা করতে পারল?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি যখনই যে আন্তর্জাতিক ফোরামে গেছেন, ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ থেকে ইতিমধ্যে ওষুধ, খাদ্য এবং নারী-শিশুদের জন্য পণ্যসামগ্রী পাঠানো হয়েছে। কিন্তু সেটা ফিলিস্তিনে সরাসরি পৌঁছানোর সুযোগ নেই। মিসরে এসব পাঠানো হয়েছে। তারা সেখান থেকে পৌঁছে দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের গাজায় খাবার-পানি সবকিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। সেখানে মানুষ হাহাকার করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আরব লিগের সঙ্গে আমরা যৌথ প্রস্তাবে যুক্ত হয়ে জাতিসংঘে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছি। সেখানে ১২০ দেশ আমাদের সমর্থন দিয়েছে। আমরা চাই অন্তত সেবা খাত খোলা হোক। যাতে ওখানকার মানুষগুলো বাঁচতে পারে। সেই সেবা খাতটা বন্ধ করে কষ্ট দিচ্ছে। ইসরাইল ফিলিস্তিনের জনগণের ওপর যা ঘটাচ্ছে, তা কখনো মেনে নেওয়া যায় না।’

সংসদে সাধারণ প্রস্তাবটি এনেছিলেন সরকারি দলের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। তাঁর আনা প্রস্তাবে বলা হয়, সংসদের অভিমত এই যে বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে।

সাধারণ প্রস্তাবের আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা ইসরাইলের পক্ষে। আইসিসি রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু গাজায় হাসপাতালে বোমা হামলা, অসংখ্য শিশু হত্যার ঘটনায় কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বিএনপি ‘টুঁ শব্দও’ করেনি বলে উল্লেখ করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইসরাইল গাজার হাসপাতালে হামলা করেছে। সেটির বিরুদ্ধে বিএনপি-জামায়াত কোনো কথা বলেনি; বরং তার অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে। অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেন, একটি শক্তিধর রাষ্ট্রের প্রধান ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোলাকুলি করেছেন। হামাসের নিন্দা করেছেন। কিন্তু হাসপাতালে হামলা ও নারী-শিশু হত্যার নিন্দা করেননি।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ