ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ; বিশ্বনেতাদের ভূমিকা নেয়ার তাগিদ
(last modified Fri, 10 Nov 2023 12:25:46 GMT )
নভেম্বর ১০, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ; বিশ্বনেতাদের ভূমিকা নেয়ার তাগিদ

ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ (শুক্রবার) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।

এসময় তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। তাদের বর্বরোচিত হামলায় হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। অবিলম্বে এ আগ্রাসন বন্ধের আহবান জানান সংগঠনের নেতারা।

ফিলিস্তিনে নির্বিচারে হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে মুসলিম রাষ্ট্র হিসেবে এ বিষয়ে বাংলাদেশের আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তারা। 

মিছিলপূর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের নেতারা মুসলিম রাষ্ট্র হিসেবে প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরাইল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। সমাবেশ থেকে ইসরাইলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান খেলাফত আন্দোলনের নেতারা।

সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ