ঢাকায় বিএনপির মানববন্ধন; গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আহ্বান
https://parstoday.ir/bn/news/bangladesh-i131914-ঢাকায়_বিএনপির_মানববন্ধন_গণতন্ত্র_ও_মানবাধিকার_পুনরুদ্ধারের_আহ্বান
বাংলাদেশে গুম, খুন, হত্যা ও একতরফা নির্বাচনের অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৩ ১৫:৪৩ Asia/Dhaka

বাংলাদেশে গুম, খুন, হত্যা ও একতরফা নির্বাচনের অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো।

এ উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোও। আজ (রবিবার) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব  ও পল্টন মোড় এলাকায় মানববন্ধনে যোগ দেয় দলের বিভিন্ন স্তরের  নেতাকর্মীরা। তাদের বক্তব্যে গুম, খুন, আর রাজনৈতিক হয়রানির প্রতিবাদ ছিল মূল।

এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, দেশে গণতন্ত্র আজ ভুলণ্ঠিত। তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের একক কর্তৃত্বর প্রতিবাদে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা ক্ষুদ্ধ। দেশের মানুষের স্বার্থে সবাই একাট্টা। তাই দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মানবাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান সেলিমা রহমান।

মানবাধিকার দিবসের মানবন্ধনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভোট মানুষের অধিকার। মৌলিক মানবাধিকারের অংশ। কিন্তু ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে বারবার তা হরণ করছে ক্ষমতাসীন সরকার।

এদিকে, গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দলগুলো কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়াররের নিচে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভে মানববন্ধন করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক কমরেড সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ জোটের সিনিয়র নেতারা এ কর্মসূচিতে অংশ নিয়ে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।#  

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১০