অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির, ৩ দিনের কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ
https://parstoday.ir/bn/news/bangladesh-i132340-অসহযোগ_আন্দোলনের_ডাক_বিএনপির_৩_দিনের_কর্মসূচি_দিল_গণতন্ত্র_মঞ্চ
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আজ (বুধবার) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের এই ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৩ ১৮:৩৯ Asia/Dhaka

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আজ (বুধবার) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের এই ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে এ আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের এ অবস্থায় ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু নিরাপদ হবে তা ভেবে দেখবেন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন। ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন।

এছাড়া, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেয়া থেকেও বিরত থাকতে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে, আসন্ন ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে প্রত্যাখ্যান ও বর্জনের ঘোষণা দিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ২১ ও ২২ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ এবং ২৩ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার বিকেলে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ ও ২২ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ এবং ২৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল করা হবে। একইসঙ্গে এসব কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের বিদায় নিশ্চিত করতে দেশবাসীকে আহ্বান জানান তারা।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২০