দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কালো পতাকা কর্মসূচি
https://parstoday.ir/bn/news/bangladesh-i133598
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবৈধ সংসদ বাতিল, বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ দাবিতে দু’দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ রোববার সকালে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২১, ২০২৪ ১৮:০২ Asia/Dhaka
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কালো পতাকা কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবৈধ সংসদ বাতিল, বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ দাবিতে দু’দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ রোববার সকালে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন,আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

এদিকে,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার কারও স্বীকৃতির জন্য অপেক্ষা করে বসে নাই। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাদের বলেন, বিজয়ীকে অভিনন্দন জানানো গণতান্ত্রিক রীতি, এটাই স্বাভাবিক। বিএনপি তাদের আন্দোলনকে হাসি-তামাশা পরিণত করেছে। আন্দোলনের নামে কেউ নাশকতা করলে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।