জানুয়ারি ২৮, ২০২৪ ১৭:৫০ Asia/Dhaka

বিশ্ব ইজতেমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীতে শুরু হচ্ছে। তুরাগ নদের তীরে তিন দিনব্যাপী ইজতেমার প্রস্তুতি প্রায় শেষের পথে। এরই মধ্যে ১৬০ একর  ইজতেমা মাঠের ৯০ শতাংশ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কর্তৃপক্ষ।

এবারো ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১১ ফেব্রুয়ারি। এবারই প্রথম ৬৪ জেলার তাবলীগ জামাত তাদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত স্থানে তাঁবু টানানোর কাজ করছে। অন্যান্য বছর তাঁবু টানানোর কাজ কেন্দ্রীয়ভাবে করা হতো। এবার শুধু বয়ানের জন্য নির্ধারিত জায়গা এবং বিদেশীদের জন্য কামরা ইজতেমা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করছে।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, প্রতিদিন শতশত ধর্মপ্রাণ মুসল্লীরা স্বেচ্ছাশ্রমে ইজতেমা প্রস্তুতি কাজে অংশ নিয়েছেন। কেউ কেউ মাঠে মুসল্লীদের নিরাপত্তা দেয়ার জন্য পাহাড়ার কাজেও অংশ নিতে ইজতেমায় এসেছেন।

এদিকে ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। গাজীপুর জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পুলিশ, র‍‍্যাব ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর তাদের নিজ নিজ সেল গঠন করেছে।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষের পথে। ইজতেমা ময়দানে যা যা প্রয়োজন, রাস্তাঘাট নির্মাণ, ওয়াশ ব্লকগুলো সংস্কার ও পুনরায় নির্মাণ, নষ্ট হয়ে যাওয়া পাম্পগুলো পরিবর্তন করে তারা সব ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন।

এদিকে, ইজতেমা ঘিরে পুলিশের সাদা পোশাকে নজরদারি, সিসিটিভি ও ড্রোনসহ সকল নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংশ্লিষ্ট সকল পক্ষের ব্যবস্থাপনায়, দেশি-বিদেশি আলেমদের বয়ান অনুধাবন করে যথার্থ ইসলাম চর্চা করতে পারবেন বলে প্রত্যাশা স্থানীয় মুসল্লীদের।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৮

ট্যাগ