ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৮:৩৩ Asia/Dhaka
  • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানায় ৩৪ হাজার জনবল নিয়ে ঢাকাবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে,ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে,তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারেরও বেশি। প্রতিটি পুলিশ সদস্য ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছে। ডিএমপির যতগুলো ইউনিট আছে সবগুলো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের উত্থানের কারণে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন,সাইবার ইউনিট তৈরির পাশাপাশি ভিকটিম সাপোর্ট সেন্টার অত্যন্ত দায়ীত্বশীলতার সাথে কাজ করছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রখর রোদ কিংবা ভারী বৃষ্টিপাতের সময়েও দায়িত্ব পালন করে সড়কে যান চলাচল সচল রাখেন ট্র্যাফিক সার্জেন্টরা। এক্ষেত্রে বিভিন্ন সময় তাদের বেশ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এছাড়া, কাজের ফাঁকে তাদের বিশ্রাম নেওয়ার জন্য তেমন উপযুক্ত স্থান নেই বললেই চলে। তাই ট্র্যাফিক সার্জেন্টদের বিশ্রামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।#

 

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ