জানুয়ারি ২০, ২০২৪ ১৩:৩২ Asia/Dhaka
  • রাজনাথ
    রাজনাথ

ভারতের সীমান্তবর্তী কিছু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি গতকাল শুক্রবার বলেছেন, ভারতের প্রতিপক্ষরা এর পিছনে রয়েছে কী না তা খুঁজে বের করার জন্য একটি বিশদ অধ্যায়ন প্রয়োজন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু আবহাওয়া সংক্রান্ত ঘটনা নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। তিনি বিভিন্ন রাজ্যের জন্য বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) কর্তৃক সীমান্ত এলাকার একাধিক অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করার পর উত্তরাখণ্ডের জোশিমঠের কাছে একটি সমাবেশে বক্তব্য রাখার সময়ে এসংক্রান্ত মন্তব্য করেন।  

তিনি এদিন উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় জোশিমঠ ঢাক থেকে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) দ্বারা নির্মিত ৩৫টি অবকাঠামো প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এর মধ্যে সাতটি রাজ্যে ছয়টি সড়ক এবং ২৯টি সেতু রয়েছে। প্রকল্পগুলো ‘বিআরও’ দ্বারা ৬৭০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং গাড়ওয়ালের সংসদ সদস্য তীরথ সিং রাওয়াত।

রাজনাথ সিং বলেন, সীমান্ত এলাকায় এ ধরণের ঘটনার সংখ্যা বৃদ্ধির বিষয়টি উপেক্ষা করা যাবে না এবং প্রয়োজন হলে সরকার এই বিষয়ে বন্ধু দেশগুলোর কাছ থেকে সহযোগিতা চাইবে। লাদাখ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং হিমাচল প্রদেশের সীমান্ত এলাকা পেরিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের পক্ষ থেকে সীমান্ত অবকাঠামো উন্নত করার পটভূমিতে তার ওই মন্তব্য এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য কোনো দেশের নাম না করে বলেন, কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং লাদাখে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েছে। এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে আমি মনে করি আমাদের শত্রু দেশের এতে ভূমিকা আছে কী না তা খুঁজে বের করার জন্য একটি অধ্যায়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।#          

পার্সটুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ