তাড়াহুড়ো করে শ্রম আইন সংশোধন নয়: আইনমন্ত্রী প্রতি আইএলও
https://parstoday.ir/bn/news/bangladesh-i134194-তাড়াহুড়ো_করে_শ্রম_আইন_সংশোধন_নয়_আইনমন্ত্রী_প্রতি_আইএলও
বাংলাদেশের শ্রম আইনের সংশোধন নিয়ে তাড়াহুড়ো না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আজ (মঙ্গলবার) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় সংস্থাটি। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৭:৩৩ Asia/Dhaka
  • আইনমন্ত্রী আনিসুল হক
    আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের শ্রম আইনের সংশোধন নিয়ে তাড়াহুড়ো না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আজ (মঙ্গলবার) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় সংস্থাটি। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইএলওর সঙ্গে কী আলোচনা হলো এবং তারা আবার কোন কোন বিষয়ে সংশোধনের কথা বলেছেন- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শ্রম আইনের  সংশোধন, বিষয়ে বৈঠক ছিল। এর আগে যখন বসেছিলাম তখন যে সংশোধনীর কথা বলা হয়েছিল, সেখানে আরো কিছু নতুন সংশোধনী আনার ব্যাপারে শ্রম মন্ত্রণালয় আমাকে জানিয়েছিল। সে বিষয়ে আইএলও কিছু বক্তব্য দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে।

মন্ত্রী বলেন, আমরা চাচ্ছিলাম শ্রম আইনটা এই পার্লামেন্টে পাস করার জন্য। কিন্তু তারা যে পরামর্শ দিয়েছে সেটা করতে গেলে এই পার্লামেন্টে তা ইনকর্পোরেট করব কী করব না, সেটার সিদ্ধান্ত নিতে পারব না।

আইনমন্ত্রী বলেন, এটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে নীতিনির্ধারকরা। আর তার থেকে গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের ( শ্রম) মন্ত্রী, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত কাজ আমরা করতে পারব। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৬