মিয়ানমার সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i134408-মিয়ানমার_সেনাদের_শিগগিরই_ফেরত_পাঠানো_হবে_জানিয়েছেন_পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১৮:১৯ Asia/Dhaka
  • ড.হাছান মাহমুদ।
    ড.হাছান মাহমুদ।

মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফর বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরৎ পাঠানোর ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমার-বাংলাদেশ ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান তিনি। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। মিয়ানমার ইস্যুতে ভারত সফরে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে এখন যে সংঘাত চলছে সেই সংঘাতের কারণে আমাদের অঞ্চলে যে সংকট তৈরি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছে তাদের নাগরিক অধিকার দিয়ে সেখানে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের সহায়তা কামনা করেছি।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ-ভারত কীভাবে একসঙ্গে কাজ করবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তাদের সঙ্গে বর্ডার শেয়ার করি। সুতরাং মিয়ানমারে যদি কোনো পরিস্থিতির উদ্বেগ ঘটে তাহলে সেটি আমাদের দেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন করে তাদেরও উদ্বিগ্ন করে। সুতরাং দুই দেশেরই যেহেতু উদ্বেগ প্রতিবেশীকে নিয়ে, তাই আমরা একসঙ্গে কাজ করার অনেক বিষয় রয়েছে। সেজন্য আমরা একসঙ্গে কাজ করবো বলে আলোচনা করেছি। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আমরা ভারতের সহযোগিতা সবসময় চেয়েছি এবারও চেয়েছি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।