অর্থ সাশ্রয় করে জাতীয় স্বার্থে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
(last modified Sun, 25 Feb 2024 12:32:35 GMT )
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • অর্থ সাশ্রয় করে জাতীয় স্বার্থে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

কমিশন নয়, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ সাশ্রয় করে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, চাষ উপযোগী জমি সংরক্ষণ ও ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার। এসময় জনগণের সেবা নিশ্চিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ (রবিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি এতে অংশ নেন।

বক্তৃতার শুরুতেই তিনি জানান, গ্রামে বসেই উন্নয়নের সেবা পাচ্ছে দেশের সব প্রান্তের জনগণ। এছাড়া, পরিবেশ ও জলাভূমি সংরক্ষণে গুরুত্ব তুলে ধরেন তিনি।

জনগণের কল্যাণে প্রকল্প নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, যত্রতত্র প্রকল্প না নিয়ে সময় ও সম্পদের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

জনগণই একটি দেশের প্রধান চালিকা শক্তি উল্লেখ করে, কাজের মাধ্যমে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে, জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের মাঝে সচেতনা বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।#  

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ