প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে, গবেষণার প্রতি মনোযোগী হতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মানুষের কল্যাণ সাধন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনে, বিজ্ঞানী ও গবেষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এছাড়া সংকট সমাধানে, দেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রুপপুরে নির্মাণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২০২৩-২৪ অর্থবছরে, ৫৪ জন গবেষক-বিজ্ঞানীদের হাতে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে, মানুষের কল্যাণ সাধন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন। সেজন্য সব ক্ষেত্রে গবেষক ও বিজ্ঞানিদের এগিয়ে আসতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলেও চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে, গবেষণার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশের সব উন্নয়ন হয়েছে, আগামীতে দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি সাধনে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। আগামীতে সকল বাঁধা পেরিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।