গণতন্ত্র পূণরুদ্ধার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন, রিজভী
সাংবিধানিক সংকট না থাকায় সংলাপের প্রয়োজন নেই কাদের
জাতির সামনে এখনও এমন কোন সংকট নেই,যে কারনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা মনে করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দাবি বিএনপি নেতাদের অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বক্তব্যের বহিঃপ্রকাশ বলেও জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ কোরে রাষ্ট্র পরিচালনা করছে।
দেশে কোন গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই। আগামি পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,দেশে গনতন্ত্র পূণরুদ্ধার না হওয়া পরযন্ত শান্তিপুর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি । কারন দেশে একদলীয় শাসনে বিপর্যস্ত দেশের মানুষ। না হলে রোজার মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়েও সিদ্ধান্ত দিতে আদালতকে। যা কোন ভাবেই কাম্য হতে পারে না।
অন্যদিকে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় যান, বিএনপি স্হায়ী কমিটির সদস্য,ডক্টর আব্দুল মঈন খান। এসময় সাংবাদিকদের তিনি বলেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা।#
পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।