৭১'র মতো ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i136150-৭১'র_মতো_ভারত_আমাদের_পাশে_দাঁড়িয়েছে_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি-বিদেশি অশুভ ষড়যন্ত্রের খেলায় একাত্তরের মতো ভারতসহ কিছু বন্ধু এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩০, ২০২৪ ১৭:২৪ Asia/Dhaka
  • ৭১'র মতো ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি-বিদেশি অশুভ ষড়যন্ত্রের খেলায় একাত্তরের মতো ভারতসহ কিছু বন্ধু এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে।

আজ (শনিবার ৩০ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা হলো ভারতের অপরাধ। সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে। অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন। তিনি বলেন, ভারতীয় পণ্য যারা বর্জন করতে বলে, তাদের রান্না ঘরে, তাদের ড্রেসিং রুমে, তাদের শোবার ঘরে ভারত। এটা হলো বাস্তবতা।

আওয়ামী লীগ ও সরকার সঠিক পথে আছে। দেশবাসীর বিভ্রান্ত হওয়ার কারণ নেই বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না:  মঈন খান

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার আজকে ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না। আমাদের দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। এটা সারা দুনিয়া বলছে। তাহলে আমরা এদেশে কীভাবে বাস করব?

আজ (শনিবার) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে মঈন খান বলেন, আমরা আশা করব সরকার গণতন্ত্রে বিশ্বাস করবে। মানুষকে তাদের মতামত প্রকাশের সুযোগ দিবে। ভোটের অধিকার ফিরিয়ে দিবে।#

পার্সটুডে/জিএআর/৩০