জন কেরির ঢাকা সফর: জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিবাদ
আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী জন কেরির ঢাকা আগমনের প্রতিবাদ জানিয়েছে বাম রাজনৈতিক সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিল।
জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম বলেন, গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এ এক মার্কিনী পাঁয়তারা। তারা চীনের বিরুদ্ধে নিরাপত্তা বলয় তৈরির রণনৈতিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতকে ব্যবহার করতে চায়।
এ প্রসঙ্গে সিপিবি’র কেন্দ্রীয় নেতা রূহীন হোসেন প্রিন্স রেডিও তেহরানকে বলেন, নানা অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হচ্ছে জন কেরির এবারের বাংলাদেশ সফর। গণতন্ত্র ও জঙ্গিবাদের কথা বলে চাপ সৃষ্টি করে বাংলাদেশের সরকারকে তাদের বাগে আনাটাই এ সফরের মূল উদ্দেশ্য।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ একদিনের সফরে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
ঢাকায় তার প্রথম কর্মসূচি হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজধানীর ধানমন্ডির-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।
যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন।
জাদুঘর পরিদর্শন শেষে জন কেরি দর্শণার্থী বইয়ে লিখেছেন, আজ বঙ্গবন্ধুর দেখানো পথে, তারই কন্যার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে বাংলাদেশের এই অভিযাত্রায় বন্ধু হিসেবে সঙ্গী হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করে যেতে চাই আমরা।
এরপর জন কেরি দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে তথ্যের আদান-প্রদান করতে চায়। এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। মানুষ আমাদের সহায়তা করছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুরে ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন জন কেরি। সেখানেও জঙ্গিবাদ প্রসঙ্গে কথা হয়েছে।
দিনভর ব্যস্ত সময়সূচি পার করে সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জন কেরি।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৯