ড. কামালের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
(last modified Mon, 19 Nov 2018 16:00:27 GMT )
নভেম্বর ১৯, ২০১৮ ২২:০০ Asia/Dhaka
  • গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন
    গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। সোমবার সন্ধ্যায় কামাল হোসেনের বাসায় যান অ্যালিসন ব্লেইক। পৌনে এক ঘণ্টা তারা বৈঠক করেন।

ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, তারা মাঝে-মধ্যে দেখা করতে আসেন। দেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে তারা জানতে চেয়েছেন।বিশেষ করে আগামী নির্বাচন আমরা কীভাবে দেখছি এবং কী ধরনের নির্বাচন হতে যাচ্ছে, হাই কমিশনার তা জানতে চেয়েছেন। জবাবে আমরা বলেছি, আমরা অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছি। এখনও আমরা একই দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছি। সেই লক্ষ্যে সাত দফা দাবিও দিয়েছি।

ড. কামাল হোসেন আরও বলেন, নিরপেক্ষ সরকার মানেই হচ্ছে প্রধানমন্ত্রী কোনও ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।প্রতিযোগিতামূলক নির্বাচনে প্রধানমন্ত্রী যদি রেফারির ভূমিকা পালন করেন, পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে তাহলে তো ফেয়ার ইলেকশন হয় না।ড. কামাল বলেন, প্রশাসন এবং পুলিশের ভুমিকা পক্ষপাতমূলক। এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি।

পার্সটুডে/বাবুল আখতার/১৮

 

 

 

ট্যাগ