ঢাকায় দুটিসহ আমরা ৩০-৪০টি আসন চেয়েছি: ড. কামাল হোসেন
(last modified Tue, 27 Nov 2018 09:34:55 GMT )
নভেম্বর ২৭, ২০১৮ ১৫:৩৪ Asia/Dhaka
  • ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম
    ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময় স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেয়া হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে।

আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মনোনয়ন নিয়ে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১০টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় একান্ত বৈঠক করেন তারা। পরে ড. কামাল  বলেন, আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে। তবে কোন দুটি আসন এখনো নিশ্চিত করেননি ড. কামাল হোসেন।

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট মেনে নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না মেনে নিলে কী করা যাবে? নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না। ইভিএম নিয়ে তাদের প্রতিবাদ থাকবে বলেও জানান ঐক্যফ্রন্টের শীর্ষ এ নেতা।

ওদিকে, জতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর বেইলি রোডের ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে ড. কামাল হোসেনের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মোস্তফা মহসীন মন্টু একান্ত বৈঠক করেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘দলগুলোর মধ্যে আসন বণ্টনের সমস্যা তো থাকবেই। সেটার জন্যেই আলাপ-আলোচনা হচ্ছে। আমরা আজকে ওনাদের সঙ্গে এ বিষয়ে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ভালো ফল পাবো বলে আমরা আশা করি।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭

 

ট্যাগ