মার্কিন সংস্থার সঙ্গে ড. কামালের বৈঠক, ইসির সমালোচনায় রিজভী--মান্না
(last modified Tue, 04 Dec 2018 12:45:58 GMT )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৮:৪৫ Asia/Dhaka
  • ড. কামাল হোসেন
    ড. কামাল হোসেন

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।   

বৈঠকে এনডিআইয়ের উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন 

বৈঠকে শেষে ড. কামাল সাংবাদকিদের জানান, জনগণ একটি সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন দেখত চায়। সেরকম পরিবেশ সৃষ্টি হয়েছে কীনা তা দেখার জন্য এনডিআই  প্রতিনধিদের আহ্বান জানানো হয়েছে।

রুহুল কবির রিজভী

এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাইয়ে বাদ হওয়া প্রার্থীদের আপিল করার ক্ষেত্রেও সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

রিজভী আরো অভিযোগ করেন, সরকারের নির্দেশনায় একেবারে পরিকল্পিতভাবে রিটার্নিং অফিসাররা বিএনপির হেভিওয়েট নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই পাঁয়তারা করছে। রিটার্নিং অফিসাররা সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের মনোনয়নপত্র তুচ্ছ কারণে বাতিল করেছে।

বিভিন্ন জেলায় রিটর্নিং অফিসাররা মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের কথা বলারও সুযোগ দিচ্ছেন না বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

আইনের দুই রকমের প্রয়োগ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের স্বার্থে আইন এক ধরনের, আর বিএনপির ক্ষেত্রে আরেক ধরনের।'

মাহমুদুর রহমান মান্না

ওদিকে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দীর্ঘ দশ বছর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। এ নির্বাচনটিও আদৌ ন্যূনতম গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন চোখ কানা করে একদিকে তাকিয়ে দেখলে তো নির্বাচন করা যাবে না। তবে তারা ও সরকার মিলে যা-ই করুক না কেন নির্বাচনে লড়াইয়ের মাঠ ছাড়ছি না। কারণ নির্বাচনকে তো জাতীয় ঐক্যফ্রসহ গণতন্ত্র রক্ষার একটি লড়াইয়ের অংশ হিসাবে নিয়েছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনী প্রচারণার মাঠে সব চক্রান্ত হুমকি ভেসে যাবে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ