সুষ্ঠু ভোট আদায় করব, শেষ পর্যন্ত মাঠে থাকব: ড. কামাল
(last modified Wed, 12 Dec 2018 14:09:05 GMT )
ডিসেম্বর ১২, ২০১৮ ২০:০৯ Asia/Dhaka
  • জোট নেতা ড. কামাল হোসেন
    জোট নেতা ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ বুধবার (১২ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন।

এ সময় মাজার প্রাঙ্গনে জোটের কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানিয়ে জোট নেতা ড. কামাল হোসেন বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে জনগণ দেশের মালিক থাকে না। জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন।

এ সময় তিনি বলেন 'প্রধানমন্ত্রীর অশ্বাসের পরও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরী করা হয় নি। আমাদের নির্বাচনী প্রচার অভিযানে প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষপর্যন্ত মাঠে থাকবো। আমাদের সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।’ ভোটারদের  উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর সকালে আপনারা ভোট দেবেন; একইসঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষপর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।’

এর আগে বিকাল ৪টায় সিলেটে এসে পৌঁছান ড. কামাল হোসেন। এরপর বিকাল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। এখানে মাগরিবের নামাজ শেষে দরগাহ এলাকা থেকে ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহপরাণের (রহ.) মাজারে যান। সেখানে গিয়ে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন তারা। ড. কামাল হোসেন  বুধবার (১২ ডিসেম্বর) রাতেই  ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ঐক্যফ্রন্টের একটি দল সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ও আ স ম আব্দুর রবের নেতৃত্বে অন্য একটি দল সিলেট-৪ আসন জৈন্তাপুরের বটতলা এলাকায় গণসংযোগ করবেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১২

 

ট্যাগ