সরকার দুই নম্বরি না করলে জনগণ আমাদের পক্ষে রায় দেবে: ড. কামাল
(last modified Sat, 29 Dec 2018 13:12:02 GMT )
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৯:১২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন

বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, "রাত পোহালেই ভোট, দেশে এখন উৎসবের আবহ থাকার কথা। কিন্তু মানুষের মনে এখনো সংশয় সন্দেহ। এ সংশয় দূর করা খুবই জরুরি। আমি ভোটারদের অনুরোধ করবে, আপনারা সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন। আপনারা ভয় পাবেন না, আপনারা গেলে দুর্বৃত্তরাই পালিয়ে যাবে। জনগণের শক্তির সঙ্গে তারা পারবে না।"

আজ (শনিবার) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলব নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।"

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, কোনো অবস্থাতেই কাল রোববারের জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট সরে দাঁড়াবে না।

প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশে ড. কামাল বলেন, "ভোটগ্রহণ আপনাদের দায়িত্ব। তাই নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। সততার সাথে দায়িত্ব পালন করলে আপনাদের সম্মান বাড়বে। মনে রাখবেন ভোটারের মুখের হাসিই আপনার দায়িত্বের সার্থকতা। ভোটারদের মুখের হাসিই প্রমাণ করবে, আপনার দায়িত্ব পালনের সার্থকতা কতটুকু।"

সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে গণফোরামের সভাপতি ড. কামাল বলেন, "সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, আপনারা কারো দলের নয়। আপনারা অতীতের মতো গৌরবের সাথে দায়িত্ব পালন করুন। আপনারা জনগণের ভোটাধিকার দেওয়ার সুযোগ করে দিন। নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। আপনারা বিশ্বশান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করে যে সফলতা পেয়েছেন, প্রশংসিত হয়েছেন, তা কোনোভাবে ব্যাহত হতে দিবেন না। সফলতার সাথে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে বলব, আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। জনগণের অধিকার হরণ করলে অন্য কেউ আপনার বাবা, মা, ভাই, বোন, পরিবারের অধিকার হরণ করবে।"

এসময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, ‘"আপনারা জনগণের সেবক, আপনারা কোনো দলের নয়। তাই আপনারা নিরপেক্ষভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করুন। তাই জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করুন।"

প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, "আপনারা আপনাদের পরিবারের সদস্যদের বলেন, যেন সকাল সকাল ভোট দিতে যায় এবং নিজের ভোটাধিকার নিশ্চিত করুন। তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না। আসুন আমরা সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করি, ভোট আমাদের নাগরিক অধিকার। কারণ জনগণ দেশের মালিক।"

জনগণ ভোট দিলে ফলাফল কেমন হবে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, জনগণ আমাদের পক্ষে রায় দেবে। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের পক্ষে রায় দেবে সরকার কোনো দুই নম্বরি না করলে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ