ভোট ডাকাতি চলছে- ড. কামাল : ২০ শতাংশ কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর
(last modified Sun, 30 Dec 2018 09:02:33 GMT )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৫:০২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন (ফাইল ফটো)
    বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন (ফাইল ফটো)

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, "ভোটের নামে ডাকাতি ও প্রহসন চলছে। সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা উদ্বেগজনক। এটা নির্বাচনের নামে প্রহসন ছাড়া আর কিছু না।"

আজ (রোববার) বেলা একটায় গণফোরামের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও একজনও বলেনি যে নির্বাচন সুন্দর হয়েছে। সারা দেশে নির্বাচনের ব্যাপক কারচুপিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

এ অবস্থায় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করছে কিনা এমন প্রশ্নে ড. কামাল বলেন, সন্ধ্যা ছয়টায় ঐক্যফ্রন্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক এবং ঢাকা-৭ আসনের প্রার্থী মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাদের শুধু শারীরিকভাবে নির্যাতন করা নয়, মোবাইল ফোনও কেড়ে নিয়ে গেছে। মোটকথা, একটা বিভীষিকাময় নির্বাচন আমরা পার করছি। আমরা ক্ষমা চাই জনগণের কাছে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের ভোট দিতে দেওয়া হয়নি।’

মন্টু বলেন, সকাল নয়টায়ই ঢাকা-৭ আসনের কেন্দ্র দখল হয়ে গেছে। এজন্য তিনি ভোটের মাঠ ছেড়ে এসেছেন। 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী 

আওয়ামী লীগ ২০ শতাংশ কেন্দ্র দখল করে নিয়েছে: রিজভী

এর আগে দুপুর ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয়দফা সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে ২০ শতাংশ কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে। এত কিছুর পরও জনগণ প্রতিহত করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব।

সারাদেশে কেন্দ্র দখল, এজেন্ট কেন্দ্র থেকে বের করা দেওয়া ও প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করে রিজভী বলেন, এ পর্যন্ত আমাদের দু’জন নেতাকে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে অসংখ্য নেতা-কর্মী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয়ভাবে কারা ভোট বর্জন করেছেন সেটা আমাদের জানা নেই। তবে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা আগেই দিয়েছি। তবে বলতে চাই, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে, জনগণ ভোট দিতে পারবে এটা মনে করার কোনো কারণ নেই।

তিনি বলেন, সারাদেশ থেকে খবর আসছে কেন্দ্র দখল করে নৌকায় সিল মারা হচ্ছে। নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ নিজে ভোট দিতে পারেননি। এসময় সারাদেশে দেড় শতাধিক আসনে ভোটের অনিয়মের চিত্র তুলে ধরেন রিজভী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

 

 

ট্যাগ