ড. কামাল ৪৭ বছরের মধ্যে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখেননি: আওয়ামী লীগ
(last modified Sun, 30 Dec 2018 13:07:57 GMT )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৯:০৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন আবদুর রহমান
    বক্তব্য রাখেন আবদুর রহমান

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, "নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করি। তবে কিছু জায়গায় সহিংসতা হয়েছে। সেটার শিকার হয়েছি আমরা।"

আজ (রোববার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবদুর রহমান বলেন, 'বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ১২ জেলায় আমাদের ১৪ জনের প্রাণহানি ঘটিয়েছে। বিএনপি-জামায়াত আমাদের টার্গেট করে হামলা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কারণে অতীতের চেয়ে সহিংসতা কম হয়েছে।'

ভোটারদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, 'নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। সর্বস্তরের জনগণ ভোটউৎসবে অংশগ্রহণ করায় এ নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এবং দেশের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আওয়ামী লীগ নেতা বলেন, 'নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছি। গণমাধ্যম থেকে আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাতে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করবে।'

গত ৪৭ বছরে এমন নির্বাচন দেখেননি বলে ড. কামাল হোসেন যে অভিযোগ করেছেন তার জবাবে আবদুর রহমান বলেন, 'উনি ঠিকই বলেছেন, কারণ ৪৭ বছরের মধ্যে অনেক শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। উনি এরকম নির্বাচন দেখেননি। তাই এ কথা বলেছেন।'

নির্বাচনের ফলাফলের পর বিএনপি-ঐক্যফ্রন্ট রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করতে পারে- এ রকম ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঘেরাও করার যে সাংগঠনিক শক্তি দরকার সেটা তাদের নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুর সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ