এবার রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
(last modified Thu, 24 Jan 2019 07:07:54 GMT )
জানুয়ারি ২৪, ২০১৯ ১৩:০৭ Asia/Dhaka
  • এবার রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আজ (বৃহস্পতিবার) ভোরে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে বলে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা স্বীকার করেছেন।

তিনি জানান, গতকাল (বুধবার) রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যান। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন।

এর আগে গত চার দিনে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএসের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।  মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে এক জেনারুল (১৮) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়া, গত শুক্রবার (১৮ জানুয়ারি) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাজু (২১) নিহত হন।

ঠাকুরগাঁও সীমান্তে দুই নিরীহ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ