আইয়ুব, এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি: সিপিবি
(last modified Mon, 11 Mar 2019 12:34:20 GMT )
মার্চ ১১, ২০১৯ ১৮:৩৪ Asia/Dhaka
  • মুজাহিদুল ইসলাম সেলিম
    মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, "ডাকসু নির্বাচনে সংঘটিত অপকর্মসমূহ অদৃষ্টপূর্ব। ডাকসুর ইতিহাসে এমন কলঙ্ক আর কখনো সংঘটিত হয়নি। আইয়ুব, এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি।"

আজ (সোমবার) সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগ প্রধান আবদুল্লাহ ক্বাফী রতনের পাঠানো এক বিবৃতিতে তারা এসব মন্তব্য করেন।  

ডাকসু নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে টিক দিয়ে বস্তা ভর্তি করে রাখা, ব্যালট পেপার অন্যত্র সরিয়ে রাখা, বুথ জ্যাম করে রেখে শিক্ষার্থীদের ভোট দানে বাধা দেওয়া এবং প্রার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, ডাকসু নির্বাচনে সংঘটিত অপকর্মসমূহ অদৃষ্টপূর্ব। তারা বলেন, ডাকসুর ইতিহাসে এমন কলঙ্ক আর কখনো সংঘটিত হয়নি। ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। আইয়ুব, এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি।

তাঁরা বলেন, সরকার যে নির্বাচনী সংস্কৃতি সৃষ্টি করেছে তা রুখে দেওয়া জরুরি।

পুনর্নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌথ সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্ররা লড়াইয়ের মাধ্যমে কর্তৃপক্ষকে নির্বাচন বাতিলে বাধ্য করতে সক্ষম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সংগ্রামী ঐতিহ্য সংরক্ষণে সক্ষম হবে।

রুহুল কবির রিজভী

'ডাকসু নির্বাচনও মধ্যরাতের নির্বাচনে পরিণত হয়েছে'

এদিকে, ডাকসু নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো মধ্যরাতের নির্বাচনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২৯ ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বের হতে পারেনি।’

আজ (সোমবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট প্রমাণ করে, মধ্যরাতে ভোট হয়েছে। বিরোধী ছাত্রসংগঠনের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে, সে জন্য পুলিশ অবিশ্বাস্য রকমের তৎপরতা চালাচ্ছে।’

রিজভী আরো বলেন, ‘গত কয়েক দিনে সাধারণ ছাত্রদের হুমকি দিয়ে হলগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ডাকসু নির্বাচন সরকারেরই নীতি ও নীলনকশা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে কি না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাবতীয় আয়োজন ছাত্রলীগকে অবৈধ পন্থায় বিজয়ী করার অনুকূলে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১