সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত
(last modified Sat, 11 May 2019 06:00:01 GMT )
মে ১১, ২০১৯ ১২:০০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে কবিরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সদর থানার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ভারতে কাজ শেষে বাড়ি ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নির্যাতন করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কবিরুল ইসলামের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, কবিরুল অভাবের তাড়নায় ওপারের মালামাল এনে বিক্রি করতেন। ওপারের কারবারীরা মাল এনে জিরো পয়েন্টে দিয়ে যায়। তারা জিরো পয়েন্ট থেকে তা দেশের ভেতরে নিয়ে আসে। শুক্রবারও সে ভারতীয় চা পাতা, শ্যাম্পু, চুড়িসহ বিভিন্ন মালামাল আনতে যায়। মাল নিয়ে ফেরার পথে বিএসএফ’র হাতে আটক হয় কবিরুল। এ সময় তাকে বেদম মারপিট করে মৃত ভেবে গালে পেট্রোল ঢেলে দিয়ে বাংলাদেশের পারে ফেলে রেখে যায় বিএসএফ। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মহিউদ্দিন বিএসএফ তাকে সরাসরি মেরেছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কবির দেশের ভেতরেই কোন্দলে মারা গেছে। পরে সীমান্তে ফেলে গেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

ট্যাগ