সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বন্ধ হওয়া রেল যোগাযোগ শুরু
বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রোববার রাত সাড়ে ১১টায় ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বন্ধ হওয়া রেল যোগাযোগ শুরু হয়েছে।
আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। বরমচালে রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত সিলেটের সব ট্রেন কুলাউড়া থেকে চলাচল করবে।
এর আগে সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলওয়ে সচিব মোফাজ্জল হোসেন সাংবাদিকদেরকে বলেছেন, যেহেতেু রেল ব্রিজটি ভেঙে গেছে ও লাইন ব্যাপক নষ্ট হয়েছে, সেহেতু বগি উদ্ধারের পর লাইন ও সেতু মেরামতে কমপক্ষে পাঁচ/ছয় দিন সময় লাগতে পারে। আর ব্রিজ ও লাইন মেরামত শেষে আশা করা হচ্ছে পাঁচ/ছয় দিনের মধ্যে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ হয়েছে।
এর আগে গত ১৮ জুন সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় শাবাজপুর সেতুর একাংশ ভেঙে পড়ায় এক সপ্তাহ ধরে সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবার রেলের সেতুও ভেঙে পড়ায় রেল ও সড়ক পথে সিলেটের সাথে রাজধানীসহ সারাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।
উল্লেখ্য, গতকাল রোববার রাত রাত ১০ টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় রাত সাড়ে ১১ টায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় চারজনের মৃত্যু এবং আরও শতাধিক মানুষ আহত হবার খবর পাওয়া গেছে।
এই দুর্ঘটনায় দুটি বগি সেতু ভেঙে খালের পানিতে উল্টে পড়ে যায়। এ ছাড়া আরও তিনটি বগি স্থলভাগের সীমানায় লাইনচ্যুত হয়ে পড়ে।
রাতেই উদ্ধার তৎপরতায় নামে ফায়ার ব্রিগেড, পুলিশ ও স্থানীয় জনগন। ঘটনাস্থলে বিশৃংখলা ঠেকাতে মোতায়েন করা হয় বিজিপি ইউনিট।
সকাল নাগাদ উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত বা আহত সবাইকে উদ্ধার করা হয়েছে।
পরে দুর্ঘটনাকবলিত উপবন ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে সাতটি বগি নিয়ে সকালে ঢাকার কমলাপুর ষ্টেশনে পৌঁছেছে।
ওদিকে, সকাল ১০টা থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত চারটি বগি উদ্ধার করে কুলাউড়া জংশনে নিয়ে আসা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।