বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু, ঢাকায় ইমিগ্রেশন
-
ফাইল ফটো
আগামীকাল বৃহস্পতিবার থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হজযাত্রা উদ্বোধন করবেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
এরপর সকাল সোয়া ৭টার উদ্বোধনী ফ্লাইট বিজি-৩০০১ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এ ছাড়া আগামীকাল বিমানের আরো তিনটে বিশেষ হজ ফ্লাইট এবং একটি শিডিউল ফ্লাইট হজযাত্রীদের নিয়ে জেদ্দা উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য, এবার প্রথমবারের মতো হজযাত্রীদের মধ্যে এক-তৃতীয়াংশের ইমিগ্রেশন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করা হচ্ছে। ফলে হজযাত্রীদের সৌদি আরব গিয়ে আর ইমিগ্রেশনের ঝামেলায় পড়তে হবে না।
এ বিষয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম আশা করেন ঢাকায় বসে প্রি-এরাইভাল ইমিগ্রেশন করার ফলে এবার হজযাত্রীদের বিড়ম্বনা লাঘব হবে।
এর আগে গতকাল বিমানবন্দরের অদূরে আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিনি হাজিদের নিয়ে ব্যবসা না করার জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতি আহ্বান জানিয়েছেন।
হজ নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরব যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ব্যালটি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ পালন করতে যাচ্ছেন।
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের তথ্য অনুযায়ী, এবার হজ মৌসুমে নিয়মিত নির্ধারিত ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্ট যাত্রী পরিবহন করবে সৌদি এয়ালাইন্স।
এসব ফ্লাইটের মধ্যে বাংলাদেশে থেকে মদিনা ১৮টি এবং মদিনা থেকে বাংলাদেশে ১৫টি ফ্লাইট সরাসরি পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রামে ১৯টি ও সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩