যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের ডাকা ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে। আজ (বুধবার) বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি চৌধুরী আশিকুল আলম। বৈঠক শেষে তারাও এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে কর্মবিরতির কারণে লাইটার জাহাজ (ছোট আকারের পণ্যবাহী জাহাজ) চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামসহ সারাদেশের বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) থেকে পণ্য খালাস বন্ধ হয়ে থাকে।
কর্মবিরতির কারণে আজ সকাল থেকে সারাদেশের অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।
ওদিকে, যাত্রীবাহী লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীন যাত্রী পরিবহন সংস্থার সহ-সভাপতি আজ দুপুরে জানিয়েছেন, ইতিপূর্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে পাঁচবছরের একটি চুক্তি সই হয়েছে এবং সে অনুযায়ী তাদের বেতন-ভাতা দেয়া হচ্ছে। এখন ঈদকে সামনে রেখে তারা যে কর্মবিরতি শুরু করেছে তা মেনে নেয়া সম্ভব নয়।
এর আগে ১৫ এপ্রিল নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত নৌশ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন নৌযান কর্মচারীরা।
১৬ এপ্রিল শ্রমিক, মালিক ও সরকার পক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় ৪৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ৪৫ দিনের মেয়াদ শেষ হলে গত ১৫ জুলাই ডাকা ত্রিপাক্ষিক সভার আয়োজন করা হয়। তবে ওই সভায় মালিক সমিতির নেতারা উপস্থিত হয়নি।#
- পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।